প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।
সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্নিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া “সাগর পাড়ের জীবন যুদ্ধ” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮মে) বিকাল ৫টায় কৈখালী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও উত্তরণের বাস্তবায়নে কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীল করণ কর্মসূচির আওতায় মাঠ মহড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির সহায়তায় মনোজ মন্ডলের নির্দেশনায় সাগর পাড়ের জীবন যুদ্ধ গল্পটি খুলনার অদিতি শিল্প গোষ্ঠি পরিবেশন করেন। গল্পটি লিখেছেন মাহফুজ আলম। মাঠ মহড়ায় বক্তারা বলেন সাগর পাড়ের জীবন যুদ্ধ গল্পটি দুর্যোগ প্রবন এলাকা কৈখালীর মানুষের বাস্তব জীবনে অনেক কাজে আসবে।
মাঠ মহড়া পরবর্তী বক্তব্য রাখেন কৈখালী ইউপির প্যানেল চেয়ারম্যান শেখ শাহিনুর আলম,শিক্ষক রনজিৎ কুমার বর্মন, সিপিপি সদস্য পঙ্কজ মন্ডল, উত্তরণের প্রজেক্ট সমন্বয়কারী ছাবেকুন্নাহার, উপজেলা সমন্বয়কারী রেণুকা কর্মকার, মনিটরিং সমন্বয়কারী সেজিনা খান, ইউপি ফিল্ড ফ্যাসিলিটেটর তফুরা খাতুন প্রমুখ।