1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আব্দুল হামিদের দেশত্যাগে সরকার নির্লিপ্ত? তারেকের অভিযোগ - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন

আব্দুল হামিদের দেশত্যাগে সরকার নির্লিপ্ত? তারেকের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৪২ জন খবরটি পড়েছেন
তারেক রহমান

ডেস্ক নিউজ।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার রাজধানীর ফার্মগেটে এক ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, “যত মানুষের সঙ্গে আমার কথা হয়েছে, প্রত্যেকে প্রশ্ন তুলেছে—তাহলে অন্তর্বর্তী সরকার জানেটা কী?”

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ প্রসঙ্গে তারেক রহমান বলেন, সরকার বলছে তারা এ বিষয়ে কিছুই জানে না, অথচ সংস্কারের নামে সময়ক্ষেপণ করে একদিকে পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদের নিরাপদে চলে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। অপরদিকে বিরোধী দলগুলোর ঐক্যে ফাটল ধরানোর চেষ্টাও করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “দেশটা কোনো ব্যক্তি বা দলের নয়, এটা আমাদের সবার। এখনই সময় গণতান্ত্রিক ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার।”

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বিভাজন নয়, ঐক্য। প্রতিশোধ নয়, ভালোবাসা। ভালোবাসা দিয়েই আমরা দেশটাকে তৈরি করব।”

তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার ভ্রাতৃত্ব ও ঐক্যের কথা উল্লেখ করে বলেন, আজও সেই চেতনাকে অটুট রাখতে হবে যাতে কোনো শক্তি গণতন্ত্রের যাত্রাকে ব্যাহত করতে না পারে।

ফখরুল বলেন, “আমরা একটি রাষ্ট্র চাই, যেখানে সবাই কথা বলতে পারবে এবং ভোটের মাধ্যমে প্রতিনিধিকে নির্বাচিত করতে পারবে। এখনই সেই সুযোগ।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews