ডেস্ক নিউজ।
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ছাত্র-জনতা। শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক গণসমাবেশ থেকে এই কর্মসূচি শুরু হয়।
সমাবেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তিন দফা ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে দেওয়া ঘোষণায় বলেন, “১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। ২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। ৩. জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।”
সমাবেশ শেষে শাহবাগ মোড়ে গিয়ে ছাত্র-জনতা অবস্থান নেন এবং জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবরোধ চলবে।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সমাবেশে বলেন, “১০০টা ফেরাউন একসঙ্গে করলেও একটা হাসিনা পাওয়া যাবে না। আওয়ামী লীগকে কোন কারণে রাজনৈতিক দল বলা হয়?” তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে দলগত অপরাধের বিচার দাবি করেন।
নাহিদ ইসলামের ঘোষণায় ‘জুলাই ঘোষণাপত্র’ কেমন হবে বা কী উদ্দেশ্যে সেটি চাওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আন্দোলন-সংগ্রামে ‘জুলাই বিপ্লব’ ধারণার পুনরুত্থান ঘটানো হচ্ছে।
শাহবাগ মোড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।