সুন্দরগঞ্জ প্রতিনিধি। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামে রঙিন প্লাস্টিক বোতল দিয়ে নির্মাণাধীন একটি বাড়ি আলোচনার কেন্দ্রে চলে এসেছে। অটোচালক আব্দুল হাকিমের উদ্যোগে নির্মিত এই তিন কক্ষবিশিষ্ট বাড়ির দেয়াল তৈরি হচ্ছে বালুভর্তি প্লাস্টিক বোতল দিয়ে। ইটের পরিবর্তে বোতল আর সিমেন্টের গাঁথুনিতে নির্মিত বাড়িটি দেখে অভিভূত স্থানীয় বাসিন্দারা।
পশ্চিম ছাপরহাটি গ্রামে ‘বোতল বাড়ি’ নামে পরিচিত এই নির্মাণকাজ এখনো শেষ হয়নি, তবে ছাদের ঢালাইসহ কিছু কাজ বাকি থাকা সত্ত্বেও তা দেখতে প্রতিদিনই ভিড় করছে অনেক মানুষ। শুরুর দিকে অনেকে বিষয়টিকে অবাস্তব বা হাস্যকর মনে করলেও এখন এটি নিয়ে গর্ব করছেন গ্রামবাসীরা।
হাকিম জানান, ইউটিউবে বোতলের বাড়ির ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে তিনি নিজেই বিভিন্ন জায়গা থেকে পরিত্যক্ত বোতল সংগ্রহ করে তা অটোতে করে এনে জমা করেন। এরপর সিমেন্ট ও বালু দিয়ে গাঁথুনি শুরু করেন। তার স্ত্রী আনচুমারা বেগম শুরু থেকেই তাকে সমর্থন দিয়েছেন, যদিও শুরুতে অনেকে প্রতিবাদ করেছিল।
রাজমিস্ত্রি বাদশা মিয়া বলেন, তিনি নিজের বাড়িও একই কায়দায় নির্মাণ করেছিলেন লালমনিরহাটে। তার অভিজ্ঞতা থেকেই তিনি হাকিমের বাড়ির নির্মাণে যুক্ত হয়েছেন এবং বলছেন, এই ঘর ইটের ঘরের তুলনায় টেকসই ও মজবুত হবে।
উপজেলা প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান বলেন, তিনি বিষয়টি শুনেছেন তবে এখনো সাইটটি পরিদর্শন করেননি। সরেজমিনে গিয়ে দেখার পর বোঝা যাবে এই বাড়ি কতটা টেকসই এবং পরিবেশবান্ধব।
হাকিম আশা করছেন, নির্মাণ শেষ হলে তার ‘বোতল বাড়ি’ হবে এক দৃষ্টান্ত। শুধু নির্মাণ খরচ কম নয়, পরিবেশ সংরক্ষণেও এটি হতে পারে একটি উদাহরণ।