1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সহিংসতা ও চাঁদাবাজির বিকল্প গড়তে আসছে ‘জাতীয় যুবশক্তি’ - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন

সহিংসতা ও চাঁদাবাজির বিকল্প গড়তে আসছে ‘জাতীয় যুবশক্তি’

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৫০ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের যুব শাখা ‘জাতীয় যুবশক্তি’র আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামী ১৬ মে। শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউয়ে এক বৃহৎ কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনটি জনসম্মুখে আসবে।

রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ‘জাতীয় যুবশক্তি’ হবে দেশে প্রচলিত সহিংস ও দলীয় আধিপত্য বিস্তারকারী যুব সংগঠনগুলোর একটি বিকল্প। এটি তরুণদের প্রকৃত সমস্যা—যেমন বেকারত্ব, অর্থনৈতিক অংশগ্রহণ ও নীতিনির্ধারণে প্রবেশাধিকারের অভাব—সমাধানে কাজ করবে।

তিনি বলেন, “আমরা রাজনৈতিক প্রতিযোগিতার পুরনো খেলায় যেতে চাই না, বরং তরুণদের সম্ভাবনা ও বাস্তব চ্যালেঞ্জের দিকেই দৃষ্টি দিচ্ছি। ‘জাতীয় যুবশক্তি’ হবে একটি মাইলফলক।”

গণতান্ত্রিক ছাত্রশক্তির ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে নাসীরুদ্দীন বলেন, “ছাত্রশক্তি যেমন কর্তৃত্ববাদী শাসনের পতনে ভূমিকা রেখেছিল, জাতীয় যুবশক্তিও বাংলাদেশ পুনর্গঠনে তেমনি ভূমিকা রাখতে পারে।”

সংগঠন গঠনের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম জানান, “আমরা যুবসমাজকে সংগঠিত করতে এবং তাদের বাস্তব সমস্যা নিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় যুবশক্তির খসড়া কমিটি ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা। সঞ্চালনার দায়িত্ব পালন করেন যুগ্ম সদস্য সচিব জাহেদুল ইসলাম।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews