মাগুরা প্রতিনিধি।
মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। তবে মামলার বাকি তিন আসামি সজীব শেখ, রাতুল শেখ ও রোকেয়া বেগমকে খালাস দেওয়া হয়েছে।
শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন সব আসামি, তবে তারা তেমন কোনো প্রতিক্রিয়া দেখাননি।
প্রসিকিউশনের প্রধান আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজি বলেন, হিটু শেখের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল রিপোর্ট ও অন্যান্য সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এই রায় দিয়েছেন। তবে খালাসপ্রাপ্ত আসামিদের বিষয়ে আপিল করার বিষয়টি চিন্তাভাবনা করা হচ্ছে।
মামলার বিশেষ পিপি মনিরুল ইসলাম মুকুল জানান, দ্রুত বিচার প্রক্রিয়া অনুসরণ করে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্কের মধ্য দিয়ে মামলার কার্যক্রম সম্পন্ন হয়। আসামিপক্ষের আইনজীবীরা ২৯ জন সাক্ষীকে জেরা করেন।
ভুক্তভোগী শিশুর মা আয়েশা আক্তার রায়ের পর সন্তোষ প্রকাশ করলেও তিনজনের খালাসে ক্ষোভ জানান। তিনি বলেন, “আমি রায়ে সন্তুষ্ট, কিন্তু সব আসামির শাস্তি হওয়া উচিত ছিল। আমি উচ্চ আদালতে যাওয়ার আহ্বান জানাই।”
মামলার অভিযোগপত্র অনুযায়ী, গত ১ মার্চ শিশুটি বেড়াতে গিয়ে মাগুরা সদরের নান্দুয়ালী গ্রামে যায়। সেখানে ৫ মার্চ রাতে তার বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে এবং হত্যা করতে উদ্যত হয়। ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
ঘটনার পর ৮ মার্চ শিশুটির মা চারজনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটি স্থানীয়ভাবে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। পরে ১৩ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা চার্জশিট দাখিল করেন, যেখানে চারজনকেই অভিযুক্ত করা হয়।