প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।
সাতক্ষীরার শ্যামনগরের অসহায় বয়স্কদের পুনর্বাসন কেন্দ্র ‘প্রিয় নিবাস’ ও প্রতিবন্ধী স্কুল উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। গত শনিবার বিকাল ৪ টায় উপজেলার শ্রীফলকাটী মালঞ্চ টেকনিক্যাল কলেজের সংলগ্ন এলাকায় ৪ বিঘা জমির উপর ‘প্রিয় নিবাস’ ও প্রতিবন্ধী স্কুলটি গড়ে তোলার লক্ষে উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জিয়াউর রহমান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিয়ারাজ হোসেন, সাবেক জেলা বিএনপি’র সদস্য ও মালঞ্চ টেকনিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এম এম আশেক ই এলাহী মুন্না, সাবেক উপজেলা পরিষদ সদস্য নুরজাহান পারভীন ঝর্ণা, ভূমিদাতা গ,ম আব্দুস সালাম প্রমুখ।
৪ বিঘা জমির উপর নির্মিত হতে যাচ্ছে প্রিয় নিবাস। তার একটি অংশে প্রতিবন্ধীদের স্কুল সহ বৃদ্ধ মানুষের থাকা খাওয়া ও সেবার স্থান হিসেবে সেবা পাবেন।
সহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তি শ্রীফলকাটি প্রিয় নিবাস ও প্রতিবন্ধী স্কুল উদ্বোধন কালে মালঞ্চ টেকনিক্যাল কলেজ পরিদর্শন করেন এবং কলেজটির পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন।