যশোর প্রতিনিধি।
যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত তিন শিশুর মধ্যে পাঁচ বছর বয়সী খাদিজাতুল কুবরা ঢাকায় নেওয়ার পথে মারা গেছে। সোমবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইলে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন নিহত শিশুর মা সুমি বেগম।
এর আগে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। বিস্ফোরণে খাদিজাসহ তার ভাই সবুজ আহম্মেদ (৭) এবং বোন আয়েশা সুলতানা (৩) আহত হয়।
প্রতিবেশী আক্তারুজ্জামান বলেন, সকালে সবুজ মাঠে খেলার সময় একটি ককটেল কুড়িয়ে পায়। পরে সেটি বাসায় এনে দুই বোনের সঙ্গে খেলতে গেলে বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তিন শিশুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
তাদের দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ইমন হোসেন জানান, তিনজনের মধ্যে খাদিজার অবস্থা ছিল সবচেয়ে গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়, তবে পথে তার মৃত্যু হয়।
চিকিৎসক আরও জানান, আহত অপর দুই শিশু—সবুজ ও আয়েশার অবস্থাও আশঙ্কাজনক।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত জানান, একজন শিশুর মৃত্যুর খবর শুনেছেন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।