প্রতিনিধি ফকিরহাট।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার একটি এতিমখানায় মো. আশরাফুল শেখ (১২) নামের এক ছাত্রকে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় একই প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থীকে আটক করেছে।
সোমবার (১৯ মে) বিকাল সাড়ে ৩টার দিকে বালিয়াডাঙ্গা উমনে হুমাইদ একাডেমি এতিমখানার পাশে একটি বাগানে ‘গলাচিপা’ খেলতে গিয়ে আশরাফুল শেখকে হত্যা করা হয় বলে জানায় পুলিশ। অভিযুক্তরা হলেন অষ্টম শ্রেণির ছাত্র মিরাজুল ইসলাম ইয়াসমিন এবং সপ্তম শ্রেণির ছাত্র মো. তানভীর বিশ্বাস। দুজনের বয়সই ১৪ বছর।
পুলিশ জানায়, হত্যার পর আশরাফুলের মরদেহ মাদ্রাসার পেছনের টয়লেটে রাখা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে দেয়াল টপকে মরদেহ বাইরে ফেলে দেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে এক শিক্ষার্থী ঘটনাটি অন্যদের জানায়। এরপর মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ নাজমুল ইসলাম পুলিশকে বিষয়টি অবহিত করেন।
আশরাফুল বাগেরহাটের টাউন-নওয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং এতিমখানার হাফেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার মা মোসা. ফাতেমা বেগম জানান, সন্ধ্যায় মাদ্রাসা থেকে জানানো হয় তার ছেলে নিখোঁজ, কিন্তু পরে রাতে মৃত্যুর খবর পান।
ফকিরহাট মডেল থানার ওসি আবদুর রাজ্জাক মীর জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং একটি মামলা প্রক্রিয়াধীন।”
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এতিমখানার অন্যান্য ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।