নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাত সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) বেলা ৪টায় স্থানীয় জনগোষ্ঠীর আয়োজনে ও সিডিও ইয়ুথ টিমের উদ্যোগ এবং বাস্তবায়নে উপজেলার কলবাড়ি জেলেপাড়ায় উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নারী, পুরুষ এবং যুবরা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। বর্তমান সময়ে বজ্রপাতের হার বেড়ে যাওয়ায় তাদেরকে সচেতন করার লক্ষ্যে চলমান কর্মসূচীর অংশ হিসেবে সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ উক্ত উঠান বৈঠক বাস্তবায়ন করেন।
বজ্রপাত সচেতনতায় সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ তাদের আলোচনায় বজ্রপাত বিষয়ে বিস্তারিত তুলে ধরে সচেতন হওয়ার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন সিডিওর এফএফ মিনারুল হক, ভলেন্টিয়ার হুজাইফা আল বাদশা, রুবিনা পারভীন সহ স্থানীয় জনগোষ্ঠীর সদস্যবৃন্দ।