ডেস্ক নিউজ।
ইরানে সাম্প্রতিক মার্কিন বিমান হামলা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস। তিনি অভিযোগ করেছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়াই সামরিক পদক্ষেপ নিয়ে ট্রাম্প জনগণকে বিভ্রান্ত করেছেন এবং যুক্তরাষ্ট্রকে একটি সম্ভাব্য ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন।
শনিবার (২১ জুন) এক বিবৃতিতে জেফ্রিস বলেন, ‘‘প্রেসিডেন্ট ট্রাম্প দেশের জনগণকে তার অভিপ্রায় নিয়ে বিভ্রান্ত করেছেন, সামরিক শক্তি ব্যবহারের জন্য কংগ্রেসের অনুমোদন নেননি এবং এর ফলে যুক্তরাষ্ট্রকে এমন এক যুদ্ধে জড়ানোর ঝুঁকিতে ফেলেছেন যা মধ্যপ্রাচ্যের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।’’
জেফ্রিস আরও বলেন, কূটনৈতিক সমাধানের পথ না খুঁজে সরাসরি হামলা চালানো মার্কিন গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়াকে অমান্য করে এবং সংঘাত আরও বাড়িয়ে দিতে পারে।
এদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সীমিত আকাশ হামলাকেই তুলনামূলকভাবে নিরাপদ ও কার্যকর পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করেছেন। আফগানিস্তান ও ইরাকে দীর্ঘস্থায়ী সামরিক অভিযানের অভিজ্ঞতা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সরকারি তথ্য অনুসারে, এই দুই যুদ্ধে মোট ৭ হাজার ৮৫ মার্কিন সেনা নিহত এবং ৫৩ হাজার ৫৩৩ জন আহত হয়েছেন।
হোয়াইট হাউসের সূত্র এবং ট্রাম্পের সাম্প্রতিক বক্তৃতা থেকে ধারণা করা হচ্ছে, তিনি একদিকে সেনাদের ঝুঁকি কমাতে চান, অন্যদিকে ইরানকে চাপে রেখে রাজনৈতিক সুবিধা আদায়ের পথ খুঁজছেন।
ওয়াশিংটনভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক ড্যানিয়েল হফম্যান সিএনএনকে বলেন, ‘‘ইরান বিশাল ভূখণ্ডের দেশ, সেখানে স্থল অভিযানে যাওয়া মানে কয়েক হাজার সেনাকে দীর্ঘমেয়াদে মোতায়েন রাখা, যা বিপুল ব্যয় আর রাজনৈতিক বিতর্ক ডেকে আনবে। ট্রাম্প এসব থেকে দূরে থাকতে চান।