1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইরান পার্লামেন্টের অনুমোদন: হরমুজ প্রণালী বন্ধ হতে পারে যেকোনো সময় - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনে ৬০০ পিস ইয়াবাসহ পুলিশের জালে ধরা পাঁচ মাদক কারবারি মিরসরাইয়ে ফুটপাত দখলমুক্ত করতে শতাধিক দোকানপাট উচ্ছেদ নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভারতীয় ট্যাবলেটসহ মা-ছেলে গ্রেফতার মৌচাকে মসজিদে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ৫ বছর পর সাংবাদিক নির্যাতনের মামলায় সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে এমপিওভুক্ত শিক্ষকদের অবসরভাতা ৬ মাসের মধ্যে দেওয়ার নির্দেশ শ্যামনগরে খোলপেটুয়া নদীর দেবে যাওয়া চরে জিও বস্তা ডাম্পিং সুন্দরবনের অভয়ারণ্যে মৎস্য শিকারের সময় আট জেলে আটক ফের স্বর্ণের দাম বেড়ে ভরি ১ লাখ ৭৫ হাজার টাকা

ইরান পার্লামেন্টের অনুমোদন: হরমুজ প্রণালী বন্ধ হতে পারে যেকোনো সময়

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৪৩ জন খবরটি পড়েছেন
হরমুজ প্রনালী বন্ধ করছে ইরান

ডেস্ক নিউজ।

বিশ্ব তেল সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধের জন্য পদক্ষেপ নেওয়ার অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি এবং এটি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি।

রোববার (২২ জুন) ইরানের বিপ্লবী গার্ডের একজন কমান্ডার ইসমাইল কোসারি ‘ইয়ং জার্নালিস্ট ক্লাব’-কে বলেন, “এটি আমাদের এজেন্ডায় রয়েছে এবং যখন প্রয়োজন হবে, তখনই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।”

মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের তথ্য অনুসারে, বিশ্বব্যাপী ব্যবহৃত তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ হয়। এই প্রণালীটি বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে, এমনকি যেসব দেশ সরাসরি উপসাগরীয় দেশগুলো থেকে তেল আমদানি করে না, তাদের ওপরও।

ইতিহাসে দেখা যায়, ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরান-ইরাক যুদ্ধের সময় উপসাগরে ‘ট্যাঙ্কার যুদ্ধ’ চালানো হলেও হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে কখনোই বন্ধ হয়নি। আর ২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সময় সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা উপকূলে চারটি জাহাজে হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করলেও, তেহরান তা অস্বীকার করে।

বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বাড়ার পেছনে ভূমিকা রাখছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, যারা গাজা যুদ্ধ শুরুর পর থেকে লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালীতে জাহাজ আক্রমণ চালিয়ে যাচ্ছে। তবে ওই অঞ্চল এড়াতে জাহাজগুলো আফ্রিকার চারপাশ দিয়ে বিকল্প পথে যাত্রা করতে পারলেও, হরমুজের বিকল্প কোনো পথ নেই।

বিশ্লেষকরা বলছেন, এই প্রণালী বন্ধ হলে তেলের জোগান হ্রাস পাবে এবং বৈশ্বিক বাজারে ব্যারেলপ্রতি মূল্য উল্লেখযোগ্য হারে বেড়ে যেতে পারে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews