ডেস্ক নিউজ।
ভারতের তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাসামিলারাম শিল্প এলাকায় একটি কেমিক্যাল কারখানায় বিস্ফোরণের ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৩৫ জন। এখনো নিখোঁজ রয়েছেন ২৭ জন।
জেলা প্রশাসনের বরাতে জানা গেছে, সিগাচি কেমিক্যালস কারখানার একটি চুল্লিতে বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিখোঁজদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা গেলেও বাকি ২৩ জনের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।
দুর্ঘটনার খবর পেয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, “তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং উদ্ধার তৎপরতা এখনও চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।