আওয়ামী লীগ কখনও জাতির মাঝে প্রকৃত জাতীয়তাবাদ সৃষ্টি করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত “শহীদ জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদ” শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
ড. মঈন খান বলেন, “পালিয়ে যাওয়াই আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্রের অংশ। মহান মুক্তিযুদ্ধের সময়ও তারা পালিয়ে গিয়েছিল।”
তিনি আরও বলেন, “গত ১৬ বছর ধরে ক্ষমতায় থেকেও আওয়ামী লীগ দেশের মানুষের দুঃখ-দুর্দশা বুঝতে ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার কারণেই আজ তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।”