ডেস্ক নিউজ।
পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে বর্তমান রাজনৈতিক নিপীড়ন ও দমন-পীড়নের চিত্র ইতিহাসের কারবালার ঘটনার সঙ্গে তুলনীয়। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের গত ১৬ বছরের শাসনামলে দেশে যে ‘অবর্ণনীয় শোষণ ও জুলুম’ চলেছে, তা ‘এজিদ বাহিনীর পৈশাচিকতা’র সমতুল্য।
শনিবার (৫ জুলাই) দেওয়া ওই বিবৃতিতে আশুরাকে ‘শোক, শ্রদ্ধা ও আত্মত্যাগের দিন’ হিসেবে অভিহিত করে তারেক রহমান বলেন, “ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ এবং ইসলাম রক্ষায় তাঁর দৃঢ় অবস্থান আজও সমগ্র মানবজাতির জন্য এক প্রেরণার উৎস।”
তিনি আরও বলেন, “জাগতিক অন্যায় ও দুর্নীতির প্রতিবাদে কারবালার আত্মত্যাগ সারা দুনিয়ার মুসলমানের জন্য অনুকরণীয়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।”
তারেক রহমান আওয়ামী লীগের শাসনামলকে ‘ফ্যাসিস্ট রাজত্ব’ উল্লেখ করে বলেন, “দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী নেতাদের নিষ্ঠুর দমন-পীড়ন ছিল এজিদ বাহিনীর মতই পৈশাচিক।”
তিনি জানান, ইমাম হোসেন (রা.) ও তাঁর ঘনিষ্ঠজনদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। পাশাপাশি, শহীদ হোসেন (রা.), তাঁর পরিবার ও সঙ্গীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রুহের মাগফিরাত কামনা করেন তিনি।