ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ ভারতের মোদি সরকারকে ‘কসাই’ আখ্যা দিয়ে বলেছেন, “মাঝে মাঝে আমাদের মুসলমান ভাইদের পুশ-ইন না করে খুনি হাসিনাকে ফেরত পাঠানোর” দাবি জানান। শনিবার (৫ জুলাই) বিকেলে জয়পুরহাটের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, অনেক রাজনৈতিক দল জুলাইয়ের গণঅভ্যুত্থানকে আবেগের আন্দোলন আখ্যা দিয়ে সংবিধানে জায়গা না দেওয়ার কথা বলছে। তিনি দাবি করেন, “যারা জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা বিপ্লবীদের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা মূলত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের ব্যবসাগুলো এখন কে চালায়, কারা দেশে চাঁদাবাজি করছে—আমরা সব জানি।”
এনসিপির জয়পুরহাট জেলা সমন্বয়ক ফিরোজ আলমগীরের সভাপতিত্বে আয়োজিত এই পথসভায় এনসিপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “এই মুহূর্তে বিচার আর সংস্কারের মাধ্যমে পরিবর্তনের দিকে যেতে হবে।” তিনি ঘোষণা দেন, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে তারা যেভাবে এক দফার ঘোষণা দিয়েছিলেন, ঠিক সেভাবেই বিচার, সংস্কার, নতুন সংবিধান ও দেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন—এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসলিম জারা।