1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
'দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝেন না': নির্বাচন ইস্যুতে সালাহউদ্দিন আহমদ - টেলিগ্রাফ বাংলাদেশ
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষিপ্ত জনপ্রতিনিধিদের নৃশংসতা: সালিস না মানায় মা ও দুই সন্তানকে পিটিয়ে হত্যার অভিযোগ ভারতে ব্যাপক ধরপাকড়: ২০০ ‘অবৈধ বাংলাদেশি’কে বিশেষ বিমানে সীমান্তে ‘দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝেন না’: নির্বাচন ইস্যুতে সালাহউদ্দিন আহমদ বাউবির এইচএসসি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শণ করেন যশোরের আঞ্চলিক পরিচালক সেখ সোহেল আহমেদ এনসিপি নেতার মোদি সরকারকে ‘কসাই’ আখ্যা, ‘খুনি হাসিনাকে ফেরত পাঠানোর’ দাবি ইরান ছাড়লেন আইএইএ পরিদর্শকরা: তেহরান-জাতিসংঘ পরমাণু সম্পর্কে নতুন অনিশ্চয়তা রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দিনাজপুরে একই বাড়ির ৮ জন দগ্ধ বাংলাদেশ সফর স্থগিত করল ভারত, নতুন সূচি ২০২৬ সালের সেপ্টেম্বর শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারাণীর উল্টো রথযাত্রা অনুষ্ঠিত গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬১৩, জিএইচএফ ত্রাণকেন্দ্র ঘিরেই সবচেয়ে বেশি মৃত্যু

‘দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝেন না’: নির্বাচন ইস্যুতে সালাহউদ্দিন আহমদ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৪ জন খবরটি পড়েছেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, দেশের বেশিরভাগ মানুষ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি সম্পর্কে বোঝেন না এবং তারা এই পদ্ধতিতে কখনো ভোট দেননি।

শনিবার (৫ জুলাই) বিকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “কিছু দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে। কিন্তু দেশের বেশির ভাগ মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে বোঝেন না। তারা এ পদ্ধতিতে কখনো ভোট দেননি। কিছু দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, কিছু দেশে এখনো পরীক্ষামূলক রয়েছে।”

তিনি আরও বলেন, “যারা পিআর নির্বাচনের কথা বলে, তাদের ভোট নেই। নির্বাচন হলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। তারা বলছে: ‘বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করছে’।”

বিএনপির এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, “সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে বিনা ভোটে যারা ক্ষমতা দীর্ঘায়িত করবে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে।” তিনি দাবি জানান, নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন তা করে নির্বাচন দেওয়া হোক এবং গণতন্ত্রের জন্য প্রয়োজনে আবারও সংগ্রাম হবে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “চেতনার কথা শেখ মুজিব ও শেখ হাসিনা বলত। এই চেতনার কথা বলবেন না। চেতনা বিক্রি করবেন না। জুলাইয়ের অংশীদার শুধু আপনারা একা নন। বিএনপির নেতাকর্মীদের অবদান ভুলে গেলে চলবে না।”
সমাবেশে ঢাকা জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews