ভারতের গুজরাট রাজ্যে ২০০ জনের বেশি ‘সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি’কে আটক করে বিশেষ বিমানবাহিনীর ফ্লাইটে করে সীমান্ত রাজ্যগুলোতে পাঠানো হয়েছে। তাদের বাংলাদেশে ‘পুশইন’ বা জোরপূর্বক ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) এই তথ্য জানিয়েছে।
আটককৃতদের বিএসএফের কাছে হস্তান্তর করা হবে, যার মাধ্যমে তাদের ফেরত পাঠানো সম্পন্ন হবে। গুজরাট পুলিশ জানিয়েছে, গত দুই মাস ধরে চলা বিশেষ অভিযানে তাদের চিহ্নিত করা হয়।
ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই প্রক্রিয়া চলছে। জম্মু-কাশ্মীরের সাম্প্রতিক হামলার পর ভারত ‘অবৈধ বিদেশি’ বিতাড়ন প্রক্রিয়া জোরদার করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এত বড় আকারে এবং বিমানযোগে অভিবাসী স্থানান্তরের ঘটনা বিরল।
এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।