1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাউজানে মুখোশধারীদের গুলিতে বিএনপি কর্মী নিহত - টেলিগ্রাফ বাংলাদেশ
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

রাউজানে মুখোশধারীদের গুলিতে বিএনপি কর্মী নিহত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৩৭ জন খবরটি পড়েছেন

রাউজান প্রতিনিধি।

চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুরে দুর্বৃত্তের গুলিতে মো. সেলিম (৪০) নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। রবিবার (৬ জুলাই) বেলা ১২টার দিকে ঈশান ভট্টের হাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সেলিম স্থানীয় কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শমশের পাড়ার বাসিন্দা এবং আমীর হোসেন ওরফে ছোট বাইল্যার ছেলে। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী এবং কদলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জানে আলম ওরফে আলমের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজা শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে নতুন বাড়িতে ফেরার পথে পাঁচজন কালো মুখোশধারী অস্ত্রধারী একটি সিএনজি অটোরিকশা থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে সেলিম ও তার স্ত্রী রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহাজান জানান, শর্টগানের দুটি গুলি সেলিমের শরীরে লাগে। একটি মুখে লেগে মুখ থেতলে যায়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঘটনার পেছনে কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য কী ছিল—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews