1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মেহেরপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির পদযাত্রা, সমাবেশ ও কার্যালয় উদ্বোধন - টেলিগ্রাফ বাংলাদেশ
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

মেহেরপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির পদযাত্রা, সমাবেশ ও কার্যালয় উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩৭ জন খবরটি পড়েছেন
NCP এনসিপি
ছবিঃ সংগৃহিত

‘বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ চাই’ স্লোগান সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আজ সোমবার (৮ জুলাই) মেহেরপুরে আসছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ কেন্দ্রীয় প্রতিনিধিদল এই সফরে অংশ নেবেন।

দলীয় সূত্র থেকে জানা গেছে, দুপুর ১২টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার খলিশাকুণ্ডি এলাকা থেকে এই পদযাত্রার সূচনা হবে। এরপর গাংনী বাজারে একটি পথসভা শেষে তারা মেহেরপুর শহরে প্রবেশ করবেন। বিকেল ৫টায় মেহেরপুর শহরের শহীদ সামসুজ্জোহা পার্কে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

পদযাত্রা ও সমাবেশের পর দলটি মুজিবনগর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্মৃতিস্তম্ভ পরিদর্শন করবে এবং এনসিপির মুজিবনগর উপজেলা কার্যালয়ের উদ্বোধন করবে। রাত্রিযাপন শেষে বুধবার সকালে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে প্রতিনিধিদলটি মেহেরপুর ত্যাগ করবে।

জেলা পর্যায়ে দলটির এই আয়োজনকে কেন্দ্র করে এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে এনসিপির মেহেরপুর জেলা কমিটি। দলের পক্ষ থেকে সর্বস্তরের মানুষ ও সংবাদকর্মীদের পদযাত্রার কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এনসিপির জাতীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট এস এম শাকিল আহমেদ বলেন, “এনসিপির এই পদযাত্রা কোনো দলীয় প্রচার নয়; বরং জনগণের কাছে জনগণের কথাই পৌঁছে দিতে আমরা পথে নেমেছি।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews