ডেস্ক নিউজ।
জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া দুটি হত্যা মামলায় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়া তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এসময় অঝোরে কাঁদতে দেখা যায় সাবেক এই মন্ত্রীকে।
সকালে সাড়ে ১০টার দিকে পলককে মাথায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতে হ্যান্ডকাফ পরানো অবস্থায় আদালতে হাজির করা হয়। আদালতের বারান্দায় দাঁড়িয়ে থাকা স্বজনদের উদ্দেশ্যে ইশারা করে কথা বলার চেষ্টা করেন তিনি। পরে তাদের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়েন। দৃশ্যটি দেখে স্বজনরাও আবেগে আপ্লুত হয়ে পড়েন।
শুনানি শেষে পলককে ফের হাজতখানায় নেওয়া হয়। এ সময়ও তাকে বিমর্ষ দেখা যায় বলে জানিয়েছেন আদালত-সংশ্লিষ্টরা।
এর আগে, চলতি বছরের ৬ আগস্ট সরকার পতনের পরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশত্যাগের চেষ্টা করলে তাকে সেখানে আটক করেন বিমানবন্দরে কর্মরত কয়েকটি সরকারি সংস্থার সদস্যরা। পরে একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়।