ডেস্ক নিউজ।
আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই) পবিত্র কাবা শরিফকে ঐতিহ্যবাহী পদ্ধতিতে গোসল করানো হবে। মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই আয়োজনে অংশ নেবেন সৌদি বাদশাহ বা তার প্রতিনিধি, দুই পবিত্র মসজিদের খাদেম, আন্তর্জাতিক পর্যায়ের আলেম-ওলামা, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও ধর্মীয় ব্যক্তিত্বরা।
এই গোসল তিনটি ধাপে সম্পন্ন হবে—প্রথমে পবিত্র জমজমের পানি, এরপর গোলাপজল এবং শেষে উৎকৃষ্ট মানের সুগন্ধিযুক্ত পানি দিয়ে ধৌত করা হবে, যেখানে ত্বাইফ অঞ্চলের গোলাপ ব্যবহার করা হবে।
সৌদি টেলিভিশনসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। বিশ্বের ৫০টিরও বেশি দেশে আয়োজনটির বিশেষ সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। দর্শনার্থীরা ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে কাবা ঘরের ৩৬০ ডিগ্রি ভিউ দেখতে পারবেন এবং ১৫টি ভাষায় তাৎক্ষণিক অনুবাদও পাবেন। মোবাইল অ্যাপের মাধ্যমে সরবরাহ করা হবে রিয়েল টাইম আপডেট।
পবিত্র কাবা ঘর পরিষ্কার করার এই সময় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাওয়াফ এলাকা সীমিত থাকবে এবং নিরাপত্তা ব্যবস্থাও থাকবে কঠোর।
ইসলামিক ইনফরমেশনের মুখপাত্র ড. খালিদ আল-মাগরিবি একে মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, ‘বিশ্বের কোটি মুসলমান এই মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করেন।’ সৌদি কর্তৃপক্ষ বিশ্ব মুসলিমদের জন্য বিশেষ দোয়ারও আহ্বান জানিয়েছে।