গত চার দিনের টানা বৃষ্টিতে লাফিয়ে বাড়ছে কাঁচা মরিচের দাম। তিনদিন আগে প্রতি কেজি মরিচ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ২৫০-২৮০ টাকা দরে। রাজধানীর তেজকুনিপাড়া, মোহাম্মদপুরের টাউন হল ও কারওয়ান বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে এসব তথ্য জানা যায়।
ব্যবসায়ীরা জানান,চার দিনের বৃষ্টিতে অনেক এলাকায় মরিচ ক্ষেতে পানি জমে গেছে ফলে কৃষকরা মরিচ তুলতে পারছে না। পাশাপাশি ভারী বৃষ্টির কারণে মরিচের ফুল ঝড়ে গেছে। ফলস্বরূপ, চাহিদার তুলনায় বাজারে মরিচের সরবরাহ কম।এর ফলেই বৃদ্ধি পেয়েছে মরিচের দাম।
তবে ভারত থেকে মরিচের আমদানি বাড়িয়েছে বলে জানিয়েছে আমদানিকারকরা। হিলি স্থলবন্দরের আমদানি -রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, আগামী সপ্তাহ থেকে পুরোদমে মরিচ আমদানি করা হবে।হিলি বন্দরের তথ্য মতে, গত বছরের ১৬ নভেম্বর এই বন্দর দিয়ে সর্বশেষ কাঁচা মরিচ আমদানি করা হয়েছিল।