1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আমাদের কেনা যাবে না-সাতক্ষীরায় হুঁশিয়ারি দিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শুধু সরকার পতন নয়, ব্যবস্থারও বদল চাই -জুলাই ঘোষণায় ড. ইউনূস নেত্রকোণায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে চা দোকানি নিহত বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে সরলো দণ্ডিত নেতাদের ছবি ছাত্র জনতার বিজয়ের এক বছর পূর্তিতে শ্যামনগরে বিএনপির বিজয় মিছিল পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কলমাকান্দায় চা দোকানি খুন বিশ্বাস, বিনয় ও নিষ্ঠাবান ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জুয়েল শর্মা অন্তর  গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহিদদের প্রতি শ্রদ্ধা শেখ হাসিনার প্রতীকী ফাঁসি: এক বছরে বিচার শেষের আহ্বান জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আনিসুল, স্বপদে বহিষ্কৃতরাও নিরাপত্তাহীনতায় পুড়ছে শ্রমিকের জীবন: তামিশনা গ্রুপে ছয় মাসে পাঁচ দুর্ঘটনা

আমাদের কেনা যাবে না-সাতক্ষীরায় হুঁশিয়ারি দিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৯ জন খবরটি পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি।

“কয়েকটি আসনের লোভ দেখিয়ে আমাদের কিনে নেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই”—সাতক্ষীরায় পথসভায় এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১২ জুলাই) সাতক্ষীরা শহরের শহীদ আসিফ চত্বরে অনুষ্ঠিত এনসিপির প্রধান পথসভায় তিনি এসব কথা বলেন। সেখানে তিনি আবারও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, “৫ আগস্ট আমরা জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিলাম। বলেছিলাম—আসুন, একসঙ্গে দেশ গড়ি। কিন্তু তারা শুধু ক্ষমতার ভাগ-বাটোয়ারার কথা বলেছে, সংস্কার বা ভবিষ্যৎ উন্নয়ন তাদের আলোচনায় ছিল না।”

নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, “এখনো আমাদের দরজা খোলা রয়েছে। আমরা ভাগ-বাটোয়ারা চাই না, চাই সাহসী সংস্কার। তবে এবার যদি সেই দরজা বন্ধ হয়, তাহলে জনগণ আপনাদের ক্ষমা করবে না।”

সাতক্ষীরার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আপনারা উপকূল রক্ষা করেছেন দুর্যোগের মাঝেও। অথচ এই জেলার মানুষ এখনো রেললাইনের সুবিধা থেকে বঞ্চিত—৫৪ বছরেও রেললাইন আসেনি, এটা লজ্জাজনক।”

তিনি আরও বলেন, সাতক্ষীরার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থার যে নাজুক অবস্থা, তা আর চলতে পারে না। জলবায়ু পরিবর্তন, উপকূলীয় সুরক্ষা এবং সুন্দরবন রক্ষায় জাতীয় নাগরিক পার্টি সক্রিয় ভূমিকা পালন করবে বলেও আশ্বাস দেন তিনি।

এনসিপির সফরের অংশ হিসেবে কেন্দ্রীয় নেতারা জুলাই-২৪ আন্দোলনে আহত ও নিহত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেন। পথসভা শেষে নিউমার্কেট হয়ে হাটের মোড় পর্যন্ত একটি পদযাত্রা অনুষ্ঠিত হয় এবং পদযাত্রার শেষপ্রান্তে শহরের আল বারাকা হোটেলের দ্বিতীয় তলায় এনসিপির সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews