সাজা মওকুফ পেয়ে কারা কর্তৃপক্ষের এক আদেশে আজ রবিবার (১৩ জুলাই) ২৯ জন কারাবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। কারা অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যেসব বন্দি তাদের সাজার মেয়াদের ২০ বছর (রেয়াতসহ) অতিবাহিত করেছেন, তাদের অবশিষ্ট সাজা কারা বিধি ৫৬৯ এবং ফৌজদারি কার্যবিধি ৪০১(১)-এর অধীনে মওকুফ করে মুক্তি দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
এখানে ‘রেয়াত’ বলতে মূলত সাজার মেয়াদের মধ্যে ভালো আচরণের জন্য পাওয়া ছাড় বা সুবিধা বোঝানো হয়েছে। একজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাধারণত ৩০ বছর কারাবাসে থাকেন, কিন্তু সরকার বা কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, ভালো আচরণের জন্য তার সাজার মেয়াদ থেকে কিছু অংশ মওকুফ করা হয়, যা ‘রেয়াত’ নামে পরিচিত। এই রেয়াতকৃত সময় বাদ দিলে যদি ২০ বছর পার হয়, তবে মুক্তির জন্য বিবেচিত হতে পারেন।
এই ২৯ জন বন্দিকে নিয়ে চলতি বছর এ পর্যন্ত মোট ১০৭ জন বন্দিকে মুক্তি দেওয়া হলো।