বাঘারপাড়া প্রতিনিধি।
যশোর-নড়াইল সড়কের ধলগাঁমোড় এলাকা থেকে ১১টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৩ জুলাই) ভোরে পরিচালিত এই অভিযানে উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ১ কেজি ৩০০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা।
বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধলগাঁ বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় টহলদল অবস্থান নেয়। এরপর সন্দেহভাজন তিন ব্যক্তিকে তল্লাশি চালিয়ে প্যান্টের পকেট ও মানিব্যাগে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—আতা এলাহী জীবন (আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া), আবুল কালাম আজাদ (কাশিমপুর, গাজীপুর), এবং রামপ্রসাদ মণ্ডল (শেরপুর, বগুড়া)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, স্বর্ণগুলো ঢাকার তাঁতীবাজারের এক চোরাকারবারীর কাছ থেকে সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
পাচার পরিকল্পনায় একজন যাচ্ছিলেন যশোর-নাভারন হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে এবং বাকি দু’জন যশোর-চৌগাছা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
আটককৃতদের বিরুদ্ধে যশোরের বাঘারপাড়া থানায় মামলা দায়ের করে তাদেরকে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।