স্টাফ রিপোর্টার।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৯ জুলাই) সিনেট ভবনে এক ঘোষণায় এই তফসিল প্রকাশ করেন প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দিন আহমেদ।
তফসিল অনুযায়ী, ৩০ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত বিতরণ করা হবে মনোনয়নপত্র, যা ২০ আগস্ট বাছাইয়ের পর ২৬ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।
ডাকসু নির্বাচন ঘিরে এবারই প্রথম আবাসিক হলের বাইরে ছয়টি কেন্দ্রে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
নির্ধারিত কেন্দ্র ও সংশ্লিষ্ট হলসমূহ হলো:
নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে নির্বাচনী প্রস্তুতি ইতোমধ্যেই শুরু করেছে কর্তৃপক্ষ।