বিডিটেলিগ্রাফ ডেস্ক।
জুলাই-আগস্টের গণ–অভ্যুত্থানের সময় আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি চালানো ও ব্লক রেইডের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নেয়া হয়েছিল বলে আদালতে জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
মঙ্গলবার (২৯ জুলাই) আদালত সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে সাবেক আইজিপি আরও জানান, মারণাস্ত্র ব্যবহারে জড়িত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব ও গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
এর আগে ১০ জুলাই, গণ–আন্দোলনে হত্যাকাণ্ডে রাজসাক্ষী হিসেবে দাঁড়ান আবদুল্লাহ আল মামুন। সে সময় তিনি বলেন, “জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে আমি জড়িত ছিলাম। সব রহস্য উন্মোচন করব।”
ট্রাইব্যুনালে স্বেচ্ছায় দেয়া জবানবন্দিতে তিনি বলেন, “আমি দোষ স্বীকার করছি এবং স্বেচ্ছায় মামলার সাথে সম্পর্কিত আমার জ্ঞানের মধ্যে থাকা সমস্ত পরিস্থিতির সত্য এবং পূর্ণ প্রকাশ করতে ইচ্ছুক।”
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরস্ত্র জনতার ওপর গুলি চালানো, হত্যার নির্দেশ ও পরিকল্পনার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে বিচার। অভিযুক্তদের তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক উচ্চপদস্থ রাজনীতিক ও নিরাপত্তা কর্মকর্তারা।
ওই সময়ে সরকারের দমন-পীড়নে প্রায় দেড় হাজার মানুষ নিহত হন, যা আন্তর্জাতিক মহলেও নিন্দার জন্ম দেয়।