সাতক্ষীরা সংবাদদাতা।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার একটি মাছচাষ প্রকল্প ‘প্যান্ডামিক ফিশারিস লিমিটেড’ অবৈধভাবে দখল হয়ে যাওয়ার অভিযোগ এনে এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রকল্পটি পুনরুদ্ধার ও দুষ্কৃতকারীদের শাস্তির দাবি জানিয়েছে। বুধবার (৩০ জুলাই) শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. আব্দুল্যাহ আল-কাইয়ুম এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এএম সাইদুর রহমান ৩১২ জন জমির মালিকের কাছ থেকে এক হাজার বিঘার বেশি জমি ১৫ বছরের চুক্তিতে নিয়ে ২০২০ সাল থেকে প্রকল্প পরিচালনা করছেন। এনআরবিসি ব্যাংক থেকে নেওয়া ১৬ কোটি টাকা লোন এবং নিজস্ব বিনিয়োগে এ প্রকল্প গড়ে তোলা হয়।
কিন্তু চাঁদা না দেওয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল এবং সাবেক জাতীয় পার্টি নেতার ছেলে সালাউদ্দিন শাওনের নেতৃত্বে একটি চক্র প্রকল্পটি দখল করে নেয় বলে অভিযোগ করেন কাইয়ুম। এ ঘটনায় শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি এবং সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ২য় আদালতে একটি দেওয়ানি মামলা করা হয়।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও বলা হয়, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত ১৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত দফায় দফায় হামলা ও লুটপাট চালানো হয়। হামলাকারীরা শতাধিক পুকুরে বেড় ও খেপলা জাল ফেলে প্রায় ১০-১২ কোটি টাকার মাছ এবং প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
প্রজেক্টের সাইড ম্যানেজার আলমগীর কবির হামলার ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭০/৮০ জনকে আসামি করে মামলা করেন। তবে মামলার অনেক আসামি জামিন না নিয়েই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করা হয়। ঘটনাস্থলে একাধিকবার পুলিশ ও সেনাবাহিনী গেলেও হামলাকারীরা পুনরায় আক্রমণ চালায়।
প্রকল্পের ম্যানেজার কাইয়ুম বলেন, “এটি শুধু একটি প্রকল্প দখলের ঘটনা নয়, বরং সরকারের উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র। আমরা প্রশাসনের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করছি।