বিডিটেলিগ্রাফ ডেস্ক।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য থাকা ৩৪ হাজারেরও বেশি প্রধান শিক্ষক পদ পূরণে দ্রুত ব্যবস্থা নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে ২,৩৮২টি পদে সরাসরি নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) চাহিদাপত্র পাঠানো হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশে মোট ৬৫,৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অনুমোদিত প্রধান শিক্ষকের পদ রয়েছে ৬৫,৫০২টি। বর্তমানে কর্মরত রয়েছেন ৩১,৩৯৬ জন। মামলা নিষ্পত্তির পর বাকি ৩১,৪৫৯টি পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।
চলতি মাসের ১৪ তারিখ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্রুততম সময়ের মধ্যে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ দেন। সেই বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পিএসসি শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে মন্ত্রণালয় আশা করছে।