সাতক্ষীরা সংবাদদাতা।
সাতক্ষীরার সদর উপজেলার মাহামুদপুর সীমান্ত এলাকা থেকে ১০ হাজার পিস ভারতীয় ইয়াবাসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১ আগস্ট) ভোরে ভোমরা সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন শহরের ইটাগাছা বৌবাজার এলাকার শাহিন গাজী (২৩) ও নাছিবুল গাজী (১৮)। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ভোমরা বিওপির নেতৃত্বে এ অভিযান চালায়। অভিযানে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, আটক দুইজনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।