বিডিটেলিগ্রাফ ডেস্ক।
টাঙ্গাইলে মো. আজাহারুল ইসলাম নামে এক মাছ ব্যবসায়ীর কাছে ‘কিলার গ্যাং’-এর প্যাডে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে চিঠি পাঠানোর অভিযোগে বিএনপির তিন নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) রাত ও শনিবার (২ আগস্ট) ভোরে পৌর এলাকার সন্তোষ এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শহর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, এবং আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে এক অজ্ঞাত ব্যক্তি ব্যবসায়ীর কর্মচারীর হাতে চিঠি দিয়ে যায়। শুক্রবার সকালে চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিঠিতে টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয় এবং নির্দিষ্ট স্থানে টাকা রাখার নির্দেশনা দেওয়া হয়।
সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ অভিযোগ করেছেন, তাদের নেতাকর্মীদের ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।