ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তির তৃতীয় ধাপে বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৯ আগস্টের মধ্যে প্রাথমিক নিশ্চায়ন ও অটোমাইগ্রেশন বন্ধের ফি জমা দিতে হবে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রযুক্তি ইউনিটে ভর্তির লক্ষ্যে তৃতীয় ধাপে (দ্বিতীয় মাইগ্রেশন) বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা লগ ইন করে তাদের বরাদ্দকৃত বিষয় ও প্রতিষ্ঠান দেখতে পারবে। মনোনীত বিষয়ে ভর্তি হতে আগ্রহী হলে প্রার্থীকে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন ফি বাবদ অফেরতযোগ্য ৩ হাজার টাকা এবং অটোমাইগ্রেশণ না চাইলে ৫০ টাকা অনলাইনের মাধ্যমে ৯ আগস্টের মধ্যে পরিশোধ করতে হবে। আরও বলা হয়েছে, প্রার্থীদের আবেদন সংক্রান্ত SIF কোড প্রার্থীদের আবেদন সংশ্লিষ্ট ইমেইলে পরীক্ষায় অংশগ্রহণের আবেদনের সময় দেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী ৯ আগস্ট (শনিবার) প্রার্থীদের নিকট হতে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের কারস ক্যাফেটেরিয়ায় গ্রহণ করা হবে এবং দুই সপ্তাহে (আগস্ট-২০২৫) চূড়ান্ত ভর্তির কার্যক্রম শুরু হবে।
এছাড়া কোটায় বরাদ্দ প্রাপ্ত প্রার্থীদের বিষয় ও প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনের পর আগামী ৭ আগস্ট সন্ধ্যা ৬টায় সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং বরাদ্দপ্রাপ্ত প্রার্থীদেরকে ১১ আগস্টের মধ্যে প্রাথমিক নিশ্চায়ন ফি অবশ্যই জমা দিতে হবে। বিস্তারিত জানতে প্রযুক্তি ইউনিটের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ অফিস কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে হবে|