বিডিটেলিগ্রাফ ডেস্ক।
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসনে সমালোচনার ঝড় বইছে, বিশেষ করে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ নিয়ে। নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক সুবিধাভোগীদের প্রাধান্যের অভিযোগের পাশাপাশি নিয়োগ বিলম্বে মাঠ প্রশাসন স্থবির হয়ে পড়েছে।
সূত্র জানায়, পদোন্নতি পাওয়া ২১ জন যুগ্ম সচিব সাড়ে চার মাস পরও মাঠে ডিসির দায়িত্ব পালন করছেন। তাদের বদলি করে নতুন ডিসি নিয়োগে সরকার আটকে আছে প্রধান উপদেষ্টা, মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবের ভিন্নমতের কারণে। প্রত্যেকের নিজস্ব পছন্দের তালিকা থাকায় প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, এবার আওয়ামী সুবিধাভোগী কোনো কর্মকর্তাকে ডিসি করা হবে না। নতুন নিয়োগে ২৫ ও ২৭তম ব্যাচ থেকে কর্মকর্তারা অগ্রাধিকার পাবেন, পাশাপাশি ২৮তম ব্যাচ থেকেও নিয়োগ হতে পারে। নির্বাচন সামনে রেখে আগস্টের মাঝামাঝি বা শেষে এ নিয়োগ দেওয়া হতে পারে।
প্রশাসন বিশ্লেষকদের মতে, শীর্ষ পদে চুক্তিভিত্তিক অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগ সিদ্ধান্ত গ্রহণে অদক্ষতা ও আমলাতন্ত্রে দুর্বলতা তৈরি করেছে। সাবেক সচিব এ কে এম আব্দুল আউয়াল মজুমদার বলেন, “বর্তমান সরকারের দুর্ভাগ্য, তারা একটি ভেঙেপড়া আমলাতন্ত্র পেয়েছেন, যা দিয়ে রাষ্ট্র পরিচালনা অত্যন্ত কঠিন।