সম্প্রতি বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ১২ দিন পর রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ‘সীমিত পরিসরে’ খুলেছে আজ রোববার (৩ আগস্ট)। তবে এদিন পাঠদান কার্যক্রম চালু হবে না। শুধুমাত্র স্মরণসভা এবং সীমিত সংখ্যক ক্লাস নেওয়া হবে। শনিবার রাতে কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু হবে৷ এদিন সকাল ১০টায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হবে। এরপর ক্লাস শুরু হবে। শুধু নবম, দশম, একাদশ ও দ্বাদশের শিক্ষার্থীদের আপাতত ক্লাস নেওয়া হবে। পরিস্থিতি আরও স্বাভাবিক হওয়ার পর স্কুল শাখার ক্লাস শুরু হবে।শাহ বুলবুল আরও বলেন, প্রথম দিনেই সরাসরি ক্লাস-পরীক্ষা শুরু হবে না। শোকসভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত হবে। সবার সঙ্গে কুশল বিনিময় হবে। আহামরি লেখাপড়া হবে না, তবে লেখাপড়ার সূচনাটা হবে।
প্রসঙ্গত, ২১ জুলাই দুপুর সোয়া ১টার দিকে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুয়ায়ী, এ ঘটনায় মোট ৩৪ জনের মৃত্যু হয়েছে। শতাধিক আহতের মধ্যে এখনও ৪১ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আছে এ দুর্ঘটনায় ২২ জুলাই রাষ্ট্রীয় শোক পালন করা হয়।