যশোর প্রতিনিধি।
যশোরে ইজিবাইকচালক আল আমিন হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৩ আগস্ট) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক জয়ন্তী রাণী দাস এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—মাগুরার শালিখা উপজেলার রামপুর গ্রামের জুয়েল খান ও হারুন অর রশীদ এবং যশোর সদরের মথুরাপুর গ্রামের আলামিন। অপর আসামি পিরোজপুর সদরের সবুজনগর গ্রামের রাসেল মোল্যাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আসামিদের মধ্যে হারুন ও রাসেল বর্তমানে কারাগারে রয়েছেন। জুয়েল আদালতে হাজিরা দিতে এসে কোর্ট পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যান এবং আলামিন জামিনে মুক্তি পেয়ে পলাতক।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৯ ডিসেম্বর বিকেলে আল আমিন ইজিবাইক নিয়ে বের হয়ে নিখোঁজ হন। পরদিন বাঘারপাড়ার বুধোপুর গ্রামের রাস্তার পাশ থেকে তার মরদেহ এবং চাঁচড়া ফাঁড়ি পুলিশ তার ইজিবাইক উদ্ধার করে। ১১ ডিসেম্বর নিহতের বাবা মোস্তাফিজুর রহমান অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বাঘারপাড়া থানায় মামলা করেন।
পরে ২৫ ডিসেম্বর র্যাব চারজনকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে ২০২২ সালের ১৪ ডিসেম্বর এসআই হরষিত রায় আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক তিনজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড এবং ইজিবাইক ক্রয়ে জড়িত থাকার দায়ে রাসেল মোল্যাকে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন।