স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) থেকে।
অভয়নগর উপজেলার নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরীকে সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ করা হয়েছে। রোববার সন্ধ্যায় প্রেসক্লাবের অডিটোরিয়ামে এক জরুরী সভায় তার বিরুদ্ধে নওয়াপাড়া বাজারের এক ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগ ওঠায় তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ করা হয়।
প্রেসক্লাবের সভাপতি এসএম মুজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপদেষ্টা এসএম ফারুক আহমেদ ও এসএম আবিদ হাসান, সিনিয়র সহসভাপতি মোজাফ্ফর আহমেদ, যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, সহসম্পাদক সেলিম হোসেন, কোষাধ্যক্ষ মল্লিক খালিলুর রহমান, দপ্তর ও গণসংযোগ সম্পাদক শাহিন আহমেদ, ক্রীড়া সম্পাদক এমএম আলাউদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, আইসিটি বিষয়ক সম্পাদক তারিম আহমেদ ইমন, সদস্য শেখ আসাদুল্লাহ আসাদ, হারুন অর রশিদ, সৈয়দ জাহিদ মাসুদ তাজ, গাজী আবুল হোসেন, রবিউল ইসলাম, আলাউদ্দিন খান হীরা, জসিম উদ্দিন বাচ্চু, আক্তারুজ্জামান, রাজয় রাব্বী, আবুল হোসেন, রনজিত কুমার এবং তাওহীদ হাসান উসামা।
সভায় সর্বসম্মতিক্রমে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরীর বিরুদ্ধে ব্যবসায়ীকে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে অভয়নগর থানায় মামলা দায়েরের ঘটনায় তাকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদ থেকে স্থায়ীভাবে অপসারণ ও সদস্যপদ রাখার বিষয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।