বিশেষ প্রতিনিধি।
৪ ঠা আগস্ট ২০২৪। ফেনীর মহিপাল ফ্লাইওভার এলাকায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন ছাত্র-জনতা। আন্দোলনকারীদের কণ্ঠে বৈষম্যবিরোধী নানা প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে জনপদ। শিক্ষার্থীদের সঙ্গে বুকে ও মাথায় দেশের পতাকা জড়িয়ে আন্দোলনে যোগ দেন শ্রমজীবীসহ সাধারণ মানুষ।
সেই দুপুরে হঠাৎ নিরস্ত্র আন্দোলনকারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে চলে ঘাতকের গুলি। একের পর এক বুলেটে থেমে যায় একেকটি সাহসী তারুণ্যের গল্প। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্বিচারে গুলিতে প্রাণ হারান ইসতিয়াক আহমেদ শ্রাবণ, সরওয়ার জাহান মাসুদ, মো. সবুজ, ছাইদুল ইসলাম শাহী, জাকির হোসেন শাকিব ও ওয়াকিল আহম্মদ শিহাব। গুলিবিদ্ধ হয়ে আহত হন শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম। ৭ আগস্ট বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুবরণ করেন।
ঘাতকের মুহুর্মুহু গুলিতে মুহূর্তেই রক্তে রঞ্জিত হয় মহিপালের প্রতিবাদী রাজপথ। বারুদের গন্ধে শহরজুড়ে নেমে আসে স্তব্ধতা। ফেনী জেনারেল হাসপাতালে একের পর এক মরদেহ আসার সঙ্গে পড়ে যায় কান্নার রোল। ক্যালেন্ডারের পাতায় আজ সেই রক্তাক্ত দিনের বছরপূর্তি। হৃদ্যতায় জড়ানো সন্তানকে হারিয়ে এখনো কাঁদছেন এসব শহীদের পরিবার।