জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। একইসঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জিএম কাদের যাদের বহিষ্কার করেছিলেন তাদেরকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) গুলশান-২ এর ৪৪ নম্বর রোডের ১২১ নম্বর বাড়ির হলরুমে দলটির প্রেসিডিয়াম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ভার্চুয়ালি অংশ নেন দেশ-বিদেশে অবস্থানরত প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, সৈয়দ দিদার বখত, একেএম সেলিম ওসমান, নাছির উদ্দিন মাহমুদ, জহিরুল আলম রুবেল ও আমিনুল ইসলাম ঝন্টু।ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, নাসরিন জাহান রতনা, নাজমা আখতার, মেজর (অব.) রানা মো. সোহেল, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মাসরুর মওলা, জসিম উদ্দিন ভূঁইয়া ও আরিফুর রহমান খান।
সভায় ভার্চুয়ালি অংশ নেন দেশ-বিদেশে অবস্থানরত প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, সৈয়দ দিদার বখত, একেএম সেলিম ওসমান, নাছির উদ্দিন মাহমুদ, জহিরুল আলম রুবেল ও আমিনুল ইসলাম ঝন্টু।