নেত্রকোণা প্রতিনিধি
চায়ের দোকানে বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশির চাকুর আঘাতে চা দোকানি নিহত হয়েছেন। নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মঙ্গলবার (৫ আগস্ট) এই ঘটনা ঘটেছে।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানা পুলিশের কাছে সোপার্দ করেছে।
নিহত ব্যক্তি হলেন উপজেলার খারনৈ ইউনিয়নের খারনৈ গ্রামের কালাদিও এর ছেলে পুলিনুস দারিং (৪৫)।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণে বিয়ের পর তিনি শ্বশুরবাড়ি খারনৈ গ্রামে বসবাস করছিলেন।
এই খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি হলেন নিহতের প্রতিবেশী গোবিন্দপুর গ্রামের খেলন রিমার ছেলে আইয়ুব ম্রং (৬৫)।
নিহতের ছেলে ইমন চিসিম বলেন, দুপুর আড়াইটার দিকে আমি বাবার চায়ের দোকানে যাই। এসময় চা খেতে আইয়ুব ম্রং দোকানে আসেন। আমার বাবা তার কাছে বকেয়া টাকা চান। এ নিয়ে দুজনের মাঝে টাকা লেনদেন নিয়ে তর্কাতর্কি হয়। আমি দুজনকেই শান্ত করি। আইয়ুব ম্রংকেও বাড়িতে পাঠিয়ে দেই। পরে আমি নিজেও বাড়িতে চলে আসি।
তিনি আরো বলেন, আইয়ুব ম্রং বাড়ি থেকে চাকু নিয়ে আসে এবং বাবার বুকে বাম পাশে একটি আঘাত করে। তার চিৎকারে বাড়ি থেকে ছুটে আসি। চাকুর আঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়দের সহায়তায় বাবাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান জানান, সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে মৃতদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। অভিযুক্ত ব্যক্তি আইয়ুব ম্রং পুলিশ হেফাজতে রয়েছেন।