বিডিটেলিগ্রাফ ডেস্ক।
জাতীয় নির্বাচনের পরিকল্পনা আগামী ফেব্রুয়ারি ২০২৬—রমজানের আগে—এই ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “নির্বাচনের দিনকে আমরা ঈদের মতো উৎসবমুখর করে তুলব।” ভোটের আনন্দ ও শান্তি নিশ্চিত করতে মানসিক এবং প্রাতিষ্ঠানিক প্রস্তুতি আজ থেকেই শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
৫ আগস্টের ভাষণে তিনি জানান, “আমি নির্বাচন কমিশনারকে একটি চিঠি পাঠাব যাতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন করা হয়।” এর আগে এপ্রিল মাসে ভোট হবে বলে অনুমান করলেও, গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারির আগে ভোট চাইছিল—যা তিনি মেনে নিয়েছেন।
ভাষণে তিনি আরও বলেন, “এবারের নির্বাচন হবে নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি”—একটি উৎসবমুখর, শান্তিপূর্ণ, এবং সর্বোচ্চ অংশগ্রহণযুক্ত নির্বাচন। তিনি প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি নারী, তরুণদের ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।