বিডিটেলিগ্রাফ ডেস্ক।
আজ শুক্রবার (৮ আগস্ট) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মুসল্লিরা ফরজ নামাজ সময়মতো আদায়ের প্রস্তুতি নিচ্ছেন। ইসলামের পঞ্চস্তম্ভের দ্বিতীয় রুকন নামাজকে ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বিবেচনা করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের ওপর ভিত্তি করে।
ঢাকা ও আশপাশের এলাকায় আজকের জুমার সময় ১২টা ০৮ মিনিট, আসর ৪টা ৪১ মিনিট, মাগরিব ৬টা ৪২ মিনিট, এশা ৮টা ০১ মিনিট এবং আগামীকাল ফজরের সময় ভোর ৪টা ১১ মিনিট।
বিভাগীয় শহরগুলোর জন্য সময় কিছুটা ভিন্ন। চট্টগ্রামে নির্ধারিত সময় থেকে ৫ মিনিট এবং সিলেটে ৬ মিনিট কমাতে হবে। খুলনায় ৩ মিনিট, রাজশাহীতে ৭ মিনিট, রংপুরে ৮ মিনিট এবং বরিশালে ১ মিনিট যোগ করতে হবে।
ধর্মীয় নেতারা মুসল্লিদের ব্যস্ততার মাঝেও সময়মতো নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন।