ঢাবি প্রতিনিধি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলের শিক্ষার্থীরা ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে শুক্রবার মধ্যরাত থেকে বিক্ষোভ শুরু করেন। রোকেয়া হল ও শামসুন্নাহার হলের কিছু ছাত্রী তালা ভেঙে বের হয়ে ক্যাম্পাসে মিছিলে যোগ দেন।
বিক্ষোভকারীরা “ওয়ান টু থ্রি ফোর/হল পলিটিক্স নো মোর” ও “হলে হলে রাজনীতি চলবে না চলবে না” স্লোগান দিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে মিছিল করেন। পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। রাত আড়াইটার দিকে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
মুহসীন হলের শিক্ষার্থী নাজমুল হাসান অভিযোগ করেন, জুলাইয়ের অঙ্গীকার অনুযায়ী হলগুলো রাজনীতিমুক্ত থাকার কথা থাকলেও এখন গুপ্ত ও সুপ্ত রাজনীতি চলছে। তিনি সতর্ক করে বলেন, “ছাত্ররাজনীতি ফেরানোর চেষ্টা করলে ছাত্রলীগের মতো পরিণতি হবে।” রোকেয়া হলের এক শিক্ষার্থীও একই ধরনের সতর্কবার্তা দেন।
এর আগে রোকেয়া, সুফিয়া কামাল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের শিক্ষার্থীরা হলে রাজনীতি নিষিদ্ধের দাবিতে প্রাধ্যক্ষদের স্মারকলিপি দেন।