ডেস্ক নিউজ।
নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ভোটকেন্দ্রে জনগণকে ফিরিয়ে আনা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
শনিবার (৯ আগস্ট) সকালে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন। তিনি জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা একটি বড় চ্যালেঞ্জ হলেও নির্বাচনের সময় ঘনিয়ে এলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন।
নাসির উদ্দিন বলেন, গত নির্বাচনে যেসব প্রিসাইডিং অফিসার অনিয়ম করেছেন, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। আসন্ন নির্বাচনে কমিশন কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না, বরং ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করবে।
তিনি আরও জানান, নির্বাচন স্বচ্ছ ও সুন্দর করার জন্য কমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।