1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাজীপুরে ডোবায় ভেসে উঠল অজ্ঞাত নারীর মরদেহ - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ জাপানে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে নেদারল্যান্ডসের চেয়ে অনেকটাই এগিয়ে বাংলাদেশ, লিটনের নতুন রেকর্ড মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ আইসিইউতে নুর, ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নুরের চিকিৎসায় সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার নুর কে মারপিটের ঘটনায় জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্ট নূরকে আহত বা বীর মুক্তিযোদ্ধাদেরকে আটকের ঘটনা নব্য ফ্যাসিজমের আস্ফালন রাজধানীতে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর-আগুন শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তির চেতনা জাগ্রত করতে দুর্গাপুরে পাঠচক্র ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন,কেউ রুখতে পারবে না : সালাহউদ্দিন আহমেদ

গাজীপুরে ডোবায় ভেসে উঠল অজ্ঞাত নারীর মরদেহ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৫২ জন খবরটি পড়েছেন

গাজীপুর সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের চাপুলিয়া ফাওকলে রেল ব্রিজের নিচে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ ভাসতে দেখা গেছে। শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে মরদেহ ভাসতে দেখা যায়। এ ঘটনার পর স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা পানিতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে চিৎকার করলে ঘটনাস্থলে মানুষ জড়ো হতে থাকে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করা হয়নি এবং তদন্ত চলছে।এটি গাজীপুরে চলমান ক্রমবর্ধমান অপরাধ প্রবণতার অংশ মাত্র। গত কয়েক দিনে গাজীপুরের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নৃশংস ও সহিংস ঘটনাগুলো এলাকাবাসীর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।

গাজীপুর চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যা, টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশের টুকরো উদ্ধার, শ্রীপুরে মারুফা আক্তার নামের এক প্রবাস ফেরত স্ত্রীকে পুড়িয়ে হত্যা, এবং চায়ের দোকানের জমি নিয়ে সংঘর্ষে এক যুবকের মৃত্যু—এসব ঘটনা একের পর এক ঘটে গেছে।

এছাড়া, সাহাপাড়া এলাকায় সিএনজিচালিত অটোরিকশাচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক স্থানীয় সাংবাদিক পুলিশি উপস্থিতিতে মারধরের শিকার হয়েছেন এবং বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

এই পরিস্থিতি নিয়ে এলাকাবাসী এবং মানবাধিকার কর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, তারা সকল ঘটনার তদন্ত করছে এবং দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা করছে। গাজীপুরের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত উন্নত না হলে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তাই প্রশাসন, পুলিশ ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে জনগণের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews