নিজস্ব প্রতিনিধি।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিক সমাজ। শনিবার সকাল সাড়ে ১০ টায় শ্যামনগর প্রেসক্লাবের আয়োজনে পৌরসভার চৌরাস্তার মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছামিউল ইমাম আযম মনিরের সভাপতিত্বে ও রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি গাজী আল ইমরানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সেক্রেটারী মোস্তফা কামাল, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন, রিপোর্টাস ক্লাবের আহবায়ক জি এম খলিলুর রহমান, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী ইমন, সিনিয়র সাংবাদিক আফজালুর রহমান, হুসাইন বিন আফতাব প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, “দেশে একের পর এক সাংবাদিক হত্যা, নির্যাতন ও হুমকি প্রমাণ করে যে, মত প্রকাশের স্বাধীনতা আজ হুমকির মুখে। তুহিন হত্যাকাণ্ড প্রমাণ করে, সাংবাদিকরা আজ নিরাপদ নন। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।”
এ সময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের উপর যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন।
উল্লেখ্য, সম্প্রতি দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত হন সাংবাদিক তুহিন। তাঁর এই মর্মান্তিক হত্যাকাণ্ড সারাদেশে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।