বিডিটেলিগ্রাফ ডেস্ক।
অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে সাবেক সরকারি কর্মকর্তা এবিএম আবদুস সাত্তারের দুর্নীতির অভিযোগকে “ভিত্তিহীন” বলে দাবি করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। শনিবার (৯ আগস্ট) রাতে এক বিবৃতিতে তিনি প্রমাণ থাকলে তা যথাযথ আইনগত ও তদন্তকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার আহ্বান জানান।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবং বিসিএস ৮২ ব্যাচের অবসরপ্রাপ্ত প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাত্তার শুক্রবার এক অনুষ্ঠানে দাবি করেন, অন্তত আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ তার কাছে এবং গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, এসব উপদেষ্টার সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও বদলি সম্ভব হয় না। তবে তিনি কারও নাম উল্লেখ করেননি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রশাসন স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি মনে করিয়ে দেন, জনপরিসরের আলোচনায় অনুমান নয়, তথ্যভিত্তিক বক্তব্যই গ্রহণযোগ্য।