1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কিয়ামতের দিন যে প্রশ্নের উত্তর দিতেই হবে - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন: কোটা ৭%, ৯৩% মেধাভিত্তিক প্রথমবার নৌ ড্রোন ব্যবহার করে ইউক্রেনের নৌজাহাজ ডুবাল রাশিয়া রায়পুরা সংসদীয় আসন রাখতে মহাসড়কে বিক্ষোভ মানববন্ধন ফেনীতে সিজারের ছয় মাস পর নারীর পেট থেকে গজ কাপড় উদ্ধার কায়সার কামালের উদ্যোগে দুর্গাপুরের ৪৫০ জনের চোখের আলো ফিরলো কথা বলতে না দিলে ‘দ্বিতীয় স্বাধীনতা’ দাবি করবেন না শ্যামনগরে বড়শি দিয়ে মাছ ধরার সময় পুকুরে পড়ে এক নারীর মৃত্যু কপোতাক্ষ নদ থেকে বালি উত্তোলনে দুইজনকে ১লাখ টাকা জরিমানা লালমনিরহাটে মাদকসহ ৫ ছিনতাইকারী গ্রেফতার ১০০ কোটি ডলারের বিনিয়োগে ভোলায় লাখো প্রাণের কর্মসংস্থান

কিয়ামতের দিন যে প্রশ্নের উত্তর দিতেই হবে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৯৯ জন খবরটি পড়েছেন

কিয়ামতের দিনে মহান আল্লাহ সুবহানুতায়ালা প্রত্যেক মানুষের হিসাব নিকাশ নিবেন এবং বিচার করবেন । বিচার শেষে দোষীদের চিরস্থায়ী দোজখ বা জাহান্নামে দিবেন। আর যারা নির্দোষ প্রমানিত হবেন তিনি চিরস্থায়ী জান্নাত বা বেহেস্তে দিবেন।

কিয়ামতের দিন আল্লাহ তা’আলা বান্দাদেরকে ৫টি প্রশ্ন করবেন, যেগুলোর উত্তর না দেওয়া পর্যন্ত কেউ এক চুলও নড়তে পারবে না। এই প্রশ্নগুলো হলো: ১) তার জীবনকাল কিভাবে কাটিয়েছে, ২) যৌবনকালে কি কি কাজ করেছে, ৩) সম্পদ কিভাবে উপার্জন করেছে, ৪) কিভাবে সম্পদ ব্যয় করেছে, এবং ৫) অর্জিত জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছে।

সুনানে তিরমিজিতে বর্ণিত এই হাদিসে কিয়ামতের দিনের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য তুলে ধরা হয়েছে

عَنْ أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لاَ تَزُولُ قَدَمَا عَبْدٍ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ عُمْرِهِ فِيمَا أَفْنَاهُ وَعَنْ عِلْمِهِ فِيمَا فَعَلَ وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَا أَنْفَقَهُ وَعَنْ جِسْمِهِ فِيمَا أَبْلاَهُ ‏”‏

আবু বারযা আল-আসলামী (রা.) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: কোনো বান্দার পদদ্বয় (কিয়ামত দিবসে) এতটুকুও সরবে না, তাকে এ কয়টি বিষয় সম্পর্কে যে পর্যন্ত জিজ্ঞাসাবাদ না করা হবে? কিভাবে তার জীবনকালকে অতিবাহিত করেছে; তার অর্জিত জ্ঞান অনুযায়ী কি আমল করেছে; কোথা হতে তার ধন-সম্পদ উপার্জন করেছে ও কোন কোন খাতে ব্যয় করেছে এবং কি কি কাজে তার শরীর বিনাশ করেছে।

-(তিরমিজি, হাদিস : ২৪১৭।)

সংক্ষিপ্ত ব্যাখ্যা

কিয়ামতের দিন কোনো মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবে তখন চারটি প্রশ্নের উত্তর না দিয়ে সে এক পা-ও এগোতে পারবে না।

প্রথমত তার জীবন: সে এই মূল্যবান সময় কোথায় ব্যয় করেছে? ইবাদত, নেক কাজ ও মানবকল্যাণে নাকি গাফিলতি ও পাপে?

দ্বিতীয়ত, তার জ্ঞান : সে যা শিখেছে, তা কি নিজের জীবনে প্রয়োগ করেছে এবং অন্যদের কল্যাণে ব্যবহার করেছে, নাকি শুধু মুখের বুলি বানিয়েছে?

তৃতীয়ত, তার ধন-সম্পদ : এটি কোথা থেকে উপার্জন করেছে? হালাল নাকি হারাম উৎস থেকে? আর কোন কোন খাতে ব্যয় করেছে?

চতুর্থত তার শরীর : যে শক্তি ও সুস্থতা মহান আল্লাহর পক্ষ থেকে পেয়েছিল, তা কি আল্লাহর আনুগত্যে ব্যবহার করেছে, নাকি অবহেলায় নষ্ট করেছে?

হাদিসটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি শিক্ষা, প্রতিটি পয়সা এবং সবটুকু শক্তি এর কোনো কিছু্রই মালিক আমরা নই।

এগুলো মহান আল্লাহর পক্ষ থেকে আমার ওপর অর্পিত আমানত। যার হিসাব একদিন অবশ্যই দিতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews