নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে মরিয়ম আক্তার জামিলা (২৫) নামের এক গৃহবধূ বিষ পান করে আত্মহত্যা করেছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে নিজ বাড়িতে বিষ পান করে আত্মহত্যা করে। সে উপজেলার হেতালখালী গ্রামের রায়হান মোল্লার স্ত্রী।
জামিলার বাবা এবং আত্মীয় স্বজনরা জানান, সে ছোটবেলা থেকেই মানসিকভাবে অসুস্থ ছিলেন। সকলের অগোচরে বিষ পান করলে তার স্বামী ও বাবা এবং আত্মীয়-স্বজন মিলে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা বলেন, লাশের সুরত হাল রিপোর্ট প্রস্তুতপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।