নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে ফারজানা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে কৈখালী ইউনিয়নের সাহেবখালী গ্রামে এ দূর্ঘটনা ঘটে। ফারজানা উপজেলার কৈখালী ইউনিয়নের সাহেবখালী গ্রামে দীন ইসলামের কন্যা।
শিশুটির পিতা দীন ইসলাম জানান, দুপুরে দাদির সাথে পুকুরে গোসল করার সময় অসাবধানবশত পুকুরের পানিতে তলিয়ে যায়। বহু খোঁজাখুঁজির একপর্যায়ে গুরত্বর অসুস্থবস্থায় পুকুর হতে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে শিশুটির মৃত্যু হয়।
কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।